12 October 2018

ছোট শিবমন্দির

পাঁচ আনি রাজবাড়ির (বর্তমান পুঠিয়া কলেজ) দক্ষিণ-পশ্চিম কোণে আড়ানী সড়কের পূর্ব পাশে (শ্যাম সরোবরের দক্ষিণ-পূর্ব কোণায়) সাজার মণ্ডপের নিকট এই মন্দিরটি অবস্থিত।

এক কক্ষ বিশিষ্ট ও পিরামিড আদলের চৌচালা ছাদে আচ্ছাদিত এই মন্দিরটি সাড়ে তিন আনি রাজা (চৌদ্দ পাই নামে পরিচিত) আনন্দনারায়ণ ১৮০৪ সনে নির্মাণ করেন। মন্দিরটির সম্মুখ দেয়াল অলঙ্কৃত পোড়ামাটির ফলকে আচ্ছাদিত ও কার্নিশ বক্রাকারে রচিত।

No comments: