একনজরে পুঠিয়া

বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগের একটি উপজেলা হল পুঠিয়া। রাজশাহী শহর থেকে পুঠিয়ার দুরত্ব মাত্র ৩২ কিলোমিটার।প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদের অংশ পুঠিয়ার জনবসতি হাজার বছরের ঐতিহ্য বহন করছে। হাজার বছরের ইতিহাসের গতিধারা নির্ণয়কারী অসংখ্য নিদর্শন সমৃদ্ধ পুঠিয়া উপজেলার বর্তমান আয়তন ৪৭,৬০২ বর্গ কিলোমিটার। এই জেলার দক্ষিণে চারঘাট ও বাঘা উপজেলা, পশ্চিমে দূর্গাপুর উপজেলা ও রাজশাহী শহর, পূর্বে নাটোর এবং উত্তরে বাগমারা উপজেলা। এখানে আছে এশিয়ার সবচেয়ে বড় শিব মন্দির। যেখানে দেশ বিদেশ থেকে হিন্দু ধর্মের অনুসারীরা একত্রিত হয় প্রতি বছর। পুঠিয়ার অর্ন্তভুক্ত ওয়ার্ড আছে
মোট ৯ টি।পুঠিয়াতে প্রচুর পরিমানে নারিকেল জন্মে। ২০০১ সালের আদমশূমারী অনুযায় বর্তমানে পুঠিয়ার মোট জনসংখ্যা হল ১,৮৮,৮৬৪ জন।এখানে আনুমানিক পরিবার বাস করে ৪২,৩১৬ টি। এখানকার জনসংখ্যার ঘনত্ব হল প্রতি বর্গ কিলোমিটারে ৯৫০ জন। পুঠিয়ার অন্তভুক্ত গ্রাম আছে মোট ১৮৩ টি। জনসংখ্যা বৃদ্ধির হার হল ১.৫৪%।পুঠিয়া উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৫১ টি। ই উপজেলার রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হল ৩২ টি। এখানে মোট বেসরকারী উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৩৫টি।
পুঠিয়া উপজেলার মোট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৩টি।
পুঠিয়া উপজেলার মোট বেসরকারী মাদরাসার সংখ্যা ১৪টি।
উপজেলার মোট বেসরকারী এফতেদায়ী মাদরাসার সংখ্যা ০৩টি।
উপজেলার মোট বেসরকারী কমার্শিয়াল ইনষ্টিটিউট সংখ্যা ০২টি।
পুঠিয়া উপজেলার মোট বেসরকারী কলেজের সংখ্যা ১৪টি।
এই উপজেলার শিক্ষার হার ৪৬.২১% এবং এখানকার স্বাক্ষরতার হার ৫৬.৩৩%।
এখানে মোট কৃষি জমির পরিমাণ ৩৬.৫৬৫ (একর), এখানকার মোট কৃষি পরিবার ২৮২৫৪টি।
এখানে হাসপাতাল আছে ১ টি এখানকার বেড সংখ্যা ৩১ টি।
এখানে বেসরকারি ক্লিনিক আছে ৬ টি।
এই উপজেলার মধ্য রেল পথ আছে ৮ কিঃমিঃ।
উপজেলার মোট বানিজ্যিক ব্যাংকের সংখ্যা ৮ টি।
উপজেলার ছোট বড় মিলিয়ে মসজিদের সংখ্যা ৪১২ টি।
উপজেলার মোট গীর্জার সংখ্যা ০৩ টি ও মোট মন্দিরের সংখ্যা ৮৭ টি।
এখানে ১টি রিসোর্স সেন্টার আছে।

No comments: