12 October 2018

চার আনি রাজপ্রাসাদ


পাঁচ আনি রাজপ্রাসাদ হতে পশ্চিম দিকে শ্যাম সরোবরের দক্ষিণ পাড়ে এটি অবস্থিত। প্রাসাদটি অত্যন্ত ভগ্নদশাগ্রস্ত। এক সময় ৪.৮০ একর জায়গা জুড়ে নির্মিত ছিল এই প্রাসাদ। সম্মুখভাগের বিশাল তোরণ এখনো বিদ্যমান (পাশের চিত্র)। তোরণ পেরিয়ে রয়েছে একতালা বিশিষ্ট একটি ভগ্নগ্রস্ত ট্রেজারি ভবন।

প্রাসাদটির অন্যান্য ইমারতসমূহ সবই ধ্বংসপ্রাপ্ত। তোরণে উৎকীর্ণ সন অনুযায়ী এটি ১৮৮৬ সনে নির্মিত। জমিদারি উচ্ছেদের পর থেকে চার আনি প্রাসাদের ট্রেজারি ভবনের পশ্চাতে অবস্থিত একটি ইমারতে পুঠিয়ার রানি হিসেবে খ্যাত কমোর বেগম রায় বসবাস করতেন। তিনি নিজেকে চার আনি এস্টেটের শেষ রাজা নরেশ নারায়ণের (নুরুন্নবী) স্ত্রী হিসেবে দাবী করেন। ১৯৮৭ সনে তিনি মৃত্যুবরণ করলে শ্যাম সরোবরের উত্তর-পশ্চিম কোণায় চৌচালা ছোট গোবিন্দ মন্দির ভিটার সম্মুখে তাঁকে সমাহিত করা হয়। বর্তমানে এখানে তাঁর মেয়ে রেজিয়া বেগম বসবাস করছেন।

No comments: