12 October 2018

পাঁচ আনি রাজপ্রাসাদ

পাঁচ আনি রাজপ্রাসাদ




রাজশাহী-নাটোর মহাসড়ক হতে দক্ষিণে এক কি.মি. গিয়ে পুঠিয়া বাজার ও দোলমন্দির পেরিয়ে বিশাল মাঠ, মাঠের দক্ষিণ প্রান্তে এবং শ্যাম সরোবরের দক্ষিণ-পূর্ব কোণায় এটি অবস্থিত। ৪.৩১ একর ভূমির উপর নির্মিত এই প্রাসাদটি তিনটি অঙ্গনে বিভক্ত যথা- প্রশাসনিক অঙ্গন বা কাছারিবাড়ি, মন্দিরাঙ্গন, এবং অন্দরাঙ্গন বা অন্দরমহল। প্রাসাদটির সম্মুখে বিশাল দুটি গাড়ি বারান্দা এবং দ্বিতলে দরবার হল বিদ্যমান।
গাড়ি বারান্দা দুটিতে চারটি করে আটটি এবং প্রাসাদের টানা বারান্দার সম্মুখে চারটি, মোট বারটি সুবিশাল করিন্থিয় স্তম্ভ দ্বিতল পর্যন্ত উঠে গেছে। প্রাসাদের সম্মুখ দেয়ালে স্থাপিত (কাঠের সিঁড়ি সংলগ্ন) এক প্রস্তরলিপি অনুসারে প্রাসাদটি ১৮৯৫ সনে রানি হেমন্তকুমারী কর্তৃক নির্মিত হয়েছিল বলে জানা যায়। তিনি প্রাসাদটি নির্মাণ করে তাঁর স্বর্গীয়া শ্বাশুড়ী মহারানি শরৎসুন্দরীর নামে উৎসর্গ করেন।
আড়ম্বরপূর্ণ এই প্রাসাদটি এখনো দাঁড়িয়ে থেকে পুঠিয়ার রাজাদের প্রভাব-প্রতিপত্তির বার্তা বহন করে চলেছে। ১৯৭২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত লস্করপুর ডিগ্রী কলেজ হিসেবে ব্যবহার হয়েছে। বর্তমানে দোতলায় যাদুঘর বানানো হয়েছে।

No comments: