12 October 2018

তারাপুর মন্দির বা হাওয়াখানা



পুঠিয়ার পশ্চিমে প্রায় তিন কি.মি. দূরে তারাপুর মৌজায় এক বৃহৎ পুষ্করিণীর মধ্যে এই ইমারতটি অবস্থিত। রাজশাহী-নাটোর সড়ক থেকে অতি সহজেই এখানে যাওয়া যায়। দ্বিতল ও সমতল ছাদ বিশিষ্ট এই মন্দিরটি বাংলাদেশের মন্দির স্থাপত্যের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। মন্দিরটি এক সময় ‘রথ বাগিচা তারাপুর’ নামে খ্যাত থাকলেও বর্তমানে এটি ‘হাওয়াখানা’ নামে পরিচিত। বহু পূর্বকাল থেকেই পুঠিয়ায় রত উৎসব হতো।

এমনকি রথ উৎসব ও পূজাপার্বণ নিয়ে পুঠিয়ার পাঁচ আনি ও চার আনি রাজাদের মধ্যে বহু প্রতিযোগিতার ও ইতিহাস রয়েছে। তবে পরবর্তীতে রথ উৎসব বন্ধ হয়ে গেলে পুঠিয়ার জমিদাররা হয়তোবা এখানে এসে পুষ্করিণীর মধ্যস্থলে অবস্থিত পরিত্যক্ত এই ইমারটিতে কিছু সময় অবস্থান করে ঠান্ডা হাওয়া পরিবেশন করতেন বলেই স্থানীয় জনগণ ইমারতটিকে হাওয়াখানা নামে অভিহিত করে থাকে। বর্তমানে পুষ্করিণীর মধ্যস্থলে আইল দিয়ে পুষ্করিণীকে দুই ভাগে বিভক্ত করে ব্যক্তি মালিকানায় নেয়া হয়েছে।

No comments: