পুঠিয়ার ইতিহাস

‘‘পুঠিয়ার নামকরণ, চারআনি রাজবংশের উদ্ভব এবং রাজা পরেশ নারায়ণ’’

 লস্করপুর পরগনা পুঠিয়া একটি অন্যতম মৌজা মাত্র। তাই ঐ সময়ে পুঠিয়া বলতে একটি মৌজাকেই বুঝাইত। লস্করপুর পরগনার আরও কয়েকটি মৌজার নাম নিম্নে প্রদত্ত হইলঃ
মৌজা নং মৌজার নাম জমির পরিমাণ (একরে) লোকসংখ্যা
১ ১৪৪ পুঠিয়া ৯১.০৯ ৮৬৪ জন
২ ১৪৫ বারইপাড়া ৯৫১.২৫ ১১৩৬ জন
৩ ১৪৬ পীরগাছা ১৩০.৭০ ১০৩ জন
৪ ১৪৭ রামজীবনপুর ৪২.৯২ ৩৪৮ জন
৫ ১৪৮ কাঁঠালবাড়িয়া ৬৪৮.২০ ৭০৩ জন
৬ ১৪০ কান্দ্রা ৯৬০.৭৩ ১১৯১
৭ ১৪৩ কৃষ্ণপুর ৩৭২.২৭ ১১৮৪
বিমল চরন মৈত্রের লেখা ‘পুঠিয়ার রাজবংশ’ এর ১২নং পাতায় উল্লেখ আছে, পুঠিয়া লস্করপুর পরগনার অর্ন্তগত। লস্কর খাঁর তিরোধানের পর লস্করপুর নাম বাদ দিয়ে সাতটি মৌজার কেন্দ্রস্থল পুঠিয়াকে তৎকালীন রাজধানী হিসাবে নামকরণ করা হয়েছিল। পুঠিয়া নামকরণের জনশ্র“তিতে যাই খাকুক, সম্ভবতঃ নিরাপত্তার স্বার্থে নির্মিত নদী হইতে কিছু দূরে এবং মৌজা সমূহের কেন্দ্রীয় স্থলে রাজধানীর স্থান ও নাম নির্বাচন করা হইয়াছিল। সু-প্রসিদ্ধ বৃটিশ ভূগোলবিদ রেঁনেল সাহেব পদ্মা নদীর সাবেক গতিপথ সম্বন্ধে একটা অনুমান করিয়াছিলেন। তিনি বলেন পুঠিয়ার প্রকৃতিক অবস্থা দিখিয়া এই রূপই অনুমান হয় যে, পদ্মা এক সময়ে রামপুর-বোয়ালিয়া নীচ হইতে পুঠিয়ার দক্ষিণ পাশ দিয়া বহিয়া গিয়ে নাটোর এবং জাফরগঞ্জের (ঢাকার) মর্ধ্যবর্তী বিল খালের উপর দিয়া প্রবাহিত ছিল। (জাফরগঞ্জ বর্তমানে গোয়ালন্দের অপর পাড়ে) এই অনুমান সত্য হইলে পুঠিয়াতে রাজধানী হইবার আরও একটি হেতু পাওয়া যায়। একই সাথে পুঠিয়া নামকরণ ও হয়।
রাজা পীতম্বরের আমলেই পুঠিয়াতে রাজধানী নির্মিত হয়েছিল এবং পুঠিয়া নামকরণ ও হয়েছিল। এছাড়া পুঠিয়া নামকরণ সম্পর্কে একাধিক জনশ্র“তি প্রচলিত আছে। কেহ কেহ বলে থাকেন যে শশধর পাঠকের একমাত্র পুত্র বৎসাচার্য্য। এই বৎসাচার্য্যই পুঠিয়ার রাজ বংশের প্রতিষ্ঠাতা। তিনি তন্ত্র ও জ্যেতিষ শাস্ত্রে প্রসিদ্ধ পন্ডিত ছিলেন। তিনি গৃহী হইয়া, বিষয় বাসনা শূণ্য ছিলেন এবং ঋষির ন্যায় কাল যাপন করিতেন। এই বৎসাচার্য্যরে একজন সেবিকা ছিল যার নাম পুঁটি বাই। অনেকে বলে থাকেন যে পুুঁটি বাঈ নামে বৎসাচার্যের এক বোন ছিল) বৎসাচার্য্য পুঁঠি বাঈ কে খুব ভালোবাসতেন। পুঁঠি বাঈ একদিন হঠাৎ করে কলেরা রোগে আক্রান্ত হয়। হেকিম-কবিরাজের চিকিৎসা চললেও পুঁঠি বাঈ এর শারীরিক অবস্থার কোন উন্নতি না হয়ে ক্রমশঃ অবনতির দিকে যাচ্ছিল। বৎসাচার্য্য বুঝতে পারলেন যে, তাঁর সেবিকা পুঁঠি বাঈ আর বাঁচবেনা। তাই বৎসাচার্য্য পুঁঠি বাঈ এর শিয়রে বসে তাকে জিজ্ঞাসা করলেন, তার (পুঁঠি বাঈ) অন্তিম খায়েস বা ইচ্ছা সম্পর্কে। পুঁঠি বাঈ তার অস্তিম খায়েস ব্যক্ত করতে গিয়ে বৎসাচার্য্যকে বললেন যে, এই এলাকার নাম যেনো তাঁর সেবিকা পুঁঠি বাঈ এর অনুসারে রাখা হয়।বৎসচার্য্য পুঁঠি বাঈ এর মৃত্যুর পর এই এলাকার নাম রাখেন পুঠিয়া।
এ প্রসঙ্গে একটি সংগত বিষয় আসে তা হলে বৎসাচার্য্য গৃহী হইয়া, বিষয় বাসনা শূণ্য ছিলেন এবং ঋষির ন্যয় কাল যাপন করিতেন। যাগ, যজ্ঞ এবং তপস্যায় তাঁহার অধিকাংশ সময় ব্যয় হইত। অধিকংশ সময় তিনি নিজর্নে বসবাস করিতেন। তিনি বিবাহতি এবং সাত পুত্রের বাবা ছিলেন। যিনি বিষয়ে বাসনা শূণ্য এবং ঋষির ন্যায় কাল যাপন করিতেন, তিনি কেন অন্য এক জনশ্র“তিতে আছে যে বর্তমান পুঠিয়া রাজ বাড়ী সংলগ্ন এবং পাঁচআনি খেলার মাঠের পশ্চিমে স্যাম সাগর। এই স্যাম সাগর পুঠিয়া রাজ বাড়ী প্রতিষ্ঠার পূর্বে একটি বিল ছিল।
বিলটির নাম ঠিল পুঁঠি মারীর বিল। বিশাল জলাশয়। রাজা পীতম্বর এর সময় পুঠিয়া রাজ বাড়ীর সৌন্দয্য বৃদ্ধির জন্য এই জলাশয়কে দীঘিতে রূপান্তর করেন। যে দীঘি এখন স্যাম সাগর নামে পরিচিত। অনেকের ধারণা এই স্যাম সাগরের পূর্বের নাম পুঁঠি মারীর বিল থেকেই ড. মোহাম্মদ আমীন বিরোচিত জেলা, উপজেলা ও নদ-নদীর নামকরণের ইতিহাস বইয়ের ১৬৫ পৃষ্ঠায় লিখিত পুঠিয়া উপজেলা শিরোনামে পুঠিয়ার প্রাচীন নাম ‘মোমেনাবাদ’ নামে উল্লেখ রহিয়াছে। অনেকে মনে করেন পট্রি হতে পুঠিয়া। পট্রি শব্দের অর্থ হলো ছোট ছোট কুটির সমন্বয়ে গঠিত গুচ্ছ লোকালয়।
এখানকার লোকালয়গুলো পট্রির মতো ছিল। তাই এলাকার নাম হয় পুঠিঠয়া। অনেকে মনে করেন পূর্বঠিয়া হেত পুঠিয়া নামে উদ্ভব। ঠিয়া শব্দের অর্থ ভূমি, লোকালয় বা ডাঙ্গা। নদী কিংবা তৎকালীন প্রধান লোকালয়ের পূর্বদিকে অবস্থিত ছিল বলিয়া এলাকাটির নাম হয় পুঠিয়া। এখন সম্মানিত পাঠক মন্ডলীই বেছে নিবেন উপরে বর্ণিত কোন জনশ্র“তিটি পুঁঠিয়া নামকরণের জন্য গ্রহণ যোগ্য জনশ্র“তি।
পুুঁঠিয়া নাম পূর্ব থেকে জারী না থাকলে পুঁঠিয়া জারী না থাকলে পুঁঠিয়া রাজ বংশের নাম পুুঁঠিয়া রাজ বংশ না হয়ে লস্করপুর রাজ প্রাচীন পুঠিয়া সীমানাঃ দক্ষিণে নারোদ, পূর্বে মুষাখাঁ, উত্তরে হোজা, এই নদী ত্রয়্ধেসঢ়;র বেষ্টনীর মধ্যে রাজশাহী জেলার প্রদান নগর রামপুর-বোয়ালিয়ার ৮ ক্রোশ পূর্বদিক পুঠিয়া। বরেন্দ্র শ্রেণীর প্রসিদ্ধ ব্রাক্ষèণ, কায়স্থ, বৈদ্য এবং গোপ ইত্যাদি নবশাখের পুরুষাণুক্রমিক বসতি ছিল। রাজাদের তৈরী অনেক দেব মন্দির ও দেবালয় স্থাপিত আছে এবং উচ্চ শ্রেণীর ইংরেজী স্কুল ছিল। এই গ্রামে অনেক শিক্ষিত লোকের বাস।
(নবশাখঃ শ্র“দ্ধসঢ়;্র জাতি, নয় শাখায়বিভক্ত বলিয়া এই জাতির নাম নবশাখ, মহারানী শরৎসুন্দরীর জীবন চরিত্র থেকে) চার আনি রাজবংশঃ অনুপ নারায়ণ ঠাকুরের তৃতীয় পুত্র রুপেন্দ্র নারায়ণ ঠাকুর হইতে বর্তমান চার আনী রাজার রাজবংশের উদ্ভব। রূপেন্দ্র নারায়ণের কোন পুত্র না থাকায় রাজেন্দ্র নারায়ণকে দত্তক গ্রহণ করেন। রুপেন্দ্র নারায়ণের নিজ অংশ সাড়ে তিন আনা রাজেন্দ্র নারায়ণ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন।
মোদ নারায়ণের সাড়ে তিন আনা অংশ হইতে তাহার তিন পুত্রের মধ্যে রবিন্দ্র নারায়ণকে এক তৃতীংাংশ অর্থাৎ এক আনা তিন গন্ডা এক কড়া এক কাচ্চি অংশ দিয়েছিলেন। রবীন্দ্র নারায়ণ নিঃসন্তান হেতু তিনি তাহা রাজেন্দ্র নারায়ণকে দান করে দেন। এই ভাবে আনার সহিত কড়া, কাচ্চি এবং গন্ডা যোগ হইয়া এই অংশ চারি আনি বলিয়া অভিহিত চারি আনা রাজেন্দ্র নারায়ণ কৃতকর্মা পুরুষ ছিলেন। ইংংরেজ সরকার তাহাকে ‘রাজ’ উপাধিতে ভূষিত করেছিলেন।
তাহার বিষয় বুদ্ধি অধিক ছিল বলিয়া তিনি ১০ কাচ্চির মালিক হইয়া ও রবীন্দ্র নারায়ণের অপর দুই শরীক লক্ষèী নারায়ণ ও মহেন্দ্র নারায়ণ সাড়ে ছয় কাচ্চি অংশের পরিচালনাও তিনি নিজেই করিতেন। উক্ত সাড়ে ছয় কাচ্চির শরীকগণ তাহাদের অংশ পরিচালনার জন্য রাজেন্দ্র নারায়ণের উপর নির্ভরশীল ছিল। বংলা ১২০৫ সালে রাজা রাজেন্দ্র নারায়ণ মৃত্যুবরণ করেন। রাজেন্দ্র নারায়ণের পতœীর নাম রাণী সূর্যমণি। তিনি রাজশাহী জেলার সিংড়া থানার নিকটবর্তী তাজপুর গ্রামের হরিণাথ সান্যালের কন্যা। রাণী সূর্যমণি অত্যন্ত বিচক্ষনতার সাথে জমিদারী ও রাজকার্য পরিচালনা করিতেন।
স্বামীর মৃত্যুর পর দীর্ঘকাল তিনি সূখ্যাতির সহিত ইষ্টেট পরিচালনা করিয়াছিলেন। রাজা রাজেন্দ্র নারায়ণের অভাবে যখন ইষ্টেট তার বিধবা রাণী সূর্যমণির হাতে পড়িল, তখন তিনি লক্ষèী নারায়ণের পতœী রানী ভবানী ও রাণী মহামায়াকে তাহাদের স্বামীর ত্যক্ত অংশ হইতে বেদখল করিয়াছিল। স্বামীর স্বত্ব দখলের জন্য তারা উভয়েই আদালতের আশ্রয় লইয়াছিল। রাজশাহী দেওয়ানী আদালতে মামলা করিয়া তাহারা বেদখলী জমীর দখল পান নাই; মামলায় হরিয়া গিয়াছিলেন।
তাহারা উক্ত স্বত্ব প্রতিষ্ঠার মামলার রায়ের বিরুদ্ধে আপীল করিয়াছিলেন। ঐ সকল মামলার ব্যয় নির্বাহের জন্য তাঁহারা তাঁহাদের সাড়ে তিন আনির মধ্যমে হিস্যা হইতে পনের গন্ডা অংশ ১০,০০১ টাকা মূল্যে পাঁচ আনির রাজা ভূবনেন্দ্র নারায়ণের নিকট বিক্রয় করিবেন অঙ্গীকারে বাংলার ১২১১ সালের ২৫ শে আষাঢ় তারিখে এক খন্ড একরারনামা সম্পাদন করেন।
কিন্তু পরে তদনুযায়ী কোন কার্য সম্পাদন হয়নি। রাণী সূর্য মনির ধর্ম নিষ্ঠায় এবং সম্ভবতঃ তাঁহার জমিদারী পরিচালনার নৈপূণ্যে সন্তোষ লাভ করিয়া, মোদ নারায়ণের পতœী রাণী ইশ্বরী রাধাকান্ত দেব ঠাকুরের সেবা পুজার ভার আপন পুত্র- পৌত্রকে না দিয়ে, সে ভার রাণী সূর্য্য মনিকেই অর্পণ করিয়া ছিলেন। রাজা রাজেন্দ্র নারায়ণের পুত্র ভূপেন্দ্র নারায়ণ।
ভূপেন্দ্র নারায়ণের দুই পতœী রাধা স্যামা সুন্দরী ও রানী স্বনীময়ী। রানী স্যামা সুন্দরীর গর্ভে দুই পূত্র প্রসন্ন নারায়ণ ও পরেশ নারায়ণ জন্মগ্রহণ এবং রাণী স্বর্ণময়ীর গর্ভে শ্রী শনারায়ণ জন্ম গ্রহণ করেন। রাণী সূর্য্য মনি তাহার পুত্র ভূপেন্দ্র নারায়ণকে সম্পত্তি দখল দিয়েছিলেন না, অবশেষে ১২৫২ সালের ২৪ শে আশ্বিন ভূপেন্দ্র নারায়ণ দখলের প্রার্থনার আদালতে ডিগ্রী প্রাপ্ত হন।
এবং তাঁহার মৃত্যুর পূর্বে তাহার ডিগ্রী প্রাপ্ত সম্পত্তির মধ্যে রানী স্যামা সুন্দরীর গর্ভজাত প্রসন্ন নারায়ণ, পরেশ নারায়ণ ও রাণী স্বর্ণময়ী শ্রী শনারায়ণের এর মধ্যে বণ্টন নামার ব্যবস্থা করিয়াছিলেন। ইহা ছাড়াও রানী স্যামা সুন্দরীর গর্ভজাত কন্যা রাই কিশোরী করিয়াছিলেন। ইহা ছাড়াও রানী স্যামা সুন্দরীর গর্ভজাত কন্যা রাই কিশোরী দেবীকেও উপরোক্ত সম্পত্তির প্রত্যেক অংশ হইতে ১০০ টাকা করিয়া ৩০০ শত টাকাগর্ভজাত প্রত্যেক গ্রন্থণা হইতে বরং ঢাকা পরিবা ৩০০ টাকা পহিবার নির্দেশ দিয়েছিলেন।
ভূপেন্দ্রনারায়ণের মৃত্যুর পর কমিশনার সাহেব ১৮৪৬ সালের ৩০ শে মার্চ তারিখের এক আদেশ এষ্ট্রেট কোট অব ওয়ার্ডসের তত্ত্বাবধানে চলে গিয়েছিল। বাংলা ১২৫৪ সালে রাণী শ্যামা সুন্দরী ও রাণী স্বর্ণময়ী পৃথক হয়ে যায়। ইহার পর বাংলা ১২৫৫ সালের ২৪শে শ্রাবণ মাত্র ১৪ বছর বয়সে রাণী শ্যামা সুন্দরীর গর্ভজাত সন্তান প্রসন্ন নারায়নের মৃত্যু হয়। বাংলা ১২৫৭ সালের ১৯শে চৈত্র রাণী স্বর্ণময়ীর গর্ভজাত সন্তান শ্রীশনারায়ণ অবিবাহিত অবস্থায় মারা যায়। এবং রাণী শ্যমা সুন্দরীর ছোট ছেলে নাবলক পরেশ নারায়ণই এক মাত্র জীবিত সন্তান।
তিনি ভূপেন্দ্র নারায়ণের সম্পত্তির উত্তরাধিকার হইয়াছিলেন। ভূপেন্দ্র নরায়ণের মৃত্যুর পর নাবালক কুমারদের পক্ষে এষ্টেট পূর্বে কোর্ট অর্ব ওয়ার্ডস এর শাসনাধীনে নিয়েছিল। সার্বিক অবস্থা এমন হওয়ায় রাণী সূর্যমণি মুর্শিদাবাদ গিয়ে বসবাস শুরু করেন। রাণী সূর্য্যমণির জমিদারীর উপর কর্তৃত্ব আনতে সিংড়া হইতে তাহার পিতাকে পুঠিয়া আনেন বলে অনেকে ধারণা দিয়া থাকেন। কেহ কেহ বলেন গোপীনাথকে ১১ বছরের বালক পুত্র রাখিয়া হরিণাথ মৃত্যুবরণ করেন।
সূর্যমণি তাহার সহদরকে তাজপুর হইতে আনাইয়া আপন অবিভাবকত্বের অধীন পুঠিয়াতে বসবাস করেন এবং পরে তাহাকে সম্পদ অর্জনে নানা ভাবে সাহায্য করিয়াছেলেন। এই গোপীনাথ হইতে পুঠিয়াতে ‘বাবুর বাড়ীর’ উদ্ভব। গোপীনাথের দুই পুত্রের মধ্যে বড় পুত্র বাবার আগে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে গোপীনাথ মারা যাওয়ার পর ছোট ছেলে ভৈরবনাথই সম্পত্তি লাভ করেন। মহারাণী শরৎ সুন্দরী ও পুঠিয়ার স্বনামখ্যাত শ্রী সুন্দরী দেবী এই ভৈরবনাথই সম্পত্তি লাভ করেন।
মহারাণী শরৎসুন্দরী ও পুঠিয়ার স্বনামখ্যাত  শ্রী সুন্দরী দেবী এই ভৈরবনাথের কন্যা। রাজা পরেশ নারায়ণ রায়ঃ কুমার পরেশ নারায়ণ যখন পৈত্রিক সম্পত্তি লাভ করিলেন, তখন তিনি নাবালক। ভূপেন্দ্র নারায়ণের মৃত্যুর পরই এষ্টেট কোট অব ওয়ার্ডস গ্রহণ করিয়াছিলেন। কোট অব ওয়ার্ডসের হিসাবে কুমার পরেশ নারায়ণকে বিদ্যা শিক্ষার নিমিত্তে ডক্টর রাজেন্দ্রলাল মিত্রের ওয়ার্ডস ইনিষ্টিটিউটে পাঠায়াছিলেন। এই সময় পাঁচ আনি তরফের কুমার যোগেন্দ্র নারায়ণও ঐ বিদ্যালয়ে ছিলেন। শিক্ষা লাভ সমাপ্ত হইবার পূর্বেই সাবলক হইয়া কুমার পরেশ নারায়ণকে রাজ্যভার গ্রহণ করিতে হয়। শিক্ষার প্রতি তাহার গভীর অনুরাগের পরিচয় তিনি দিয়েছিলেন। তিনি নিজে পুঠিয়াতে, রামপুর, বোয়ালিয়া এবং তাহার নিজ জমিদারী এলাকাভুক্ত কাপাসিয়া, জামিরা, বানেশ্বর প্রভৃতি স্থানে বিদ্যালয় স্থাপন করিয়া শিক্ষা বিস্তারের সু-ব্যবস্থা করিয়া গিয়াছেন।
১৮৬৪ খ্রীষ্টাব্দে মধ্য শ্রেণীর বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন তাহাই ১৮৬৮ খ্রীষ্টাব্দে মধ্য ইংরেজীতে, পরে ১৮৭১ খ্রীষ্টাব্দে উচ্চ ইংরেজী স্কুলে উন্নিত করেন। ১৮৬৬ সালে পরেশ নারায়ণ পুঠিয়াতে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করিয়াছিলেন। সেই বিদ্যালয় ও চিকিৎসালয় এখনো তার স্মাৃতি বহন করিতেছে। রাজা পরেশ নারায়ণ নিষ্ঠাবান সদাচারী ব্রাক্ষèণ ছিলেন।
তিনি আগদিঘরে (রাজশাহী) রায় বংশের কন্যা মনোহোহিনী দেবীকে বিবাহ করিয়াছিলেন। এই পতœীর গর্ভে একটি মাত্র পুত্র জন্ম গ্রহণ করিয়া মৃত্যুবরণ করেন। পরেশ নারাণের পতœী রাণী মনোমেহিনীকে এবং দুই কণ্যা জয়সুন্দরী ও শিবসুন্দরীকে রেখে বাংলা ১২৮৫ সালের ৭ই পৌষ মৃত্যুবরণ করে। মৃত্যুর পূর্বে তিনি একখানি উইল করিয়া গিয়াছিলেন। তাহাতে দত্তক পুত্র সাবালক না হওয়া পর্যন্ত এষ্ট্রেটের কতৃত্বভার পতœীর ওপর অর্পিত হইয়াছিল।
এবং তাহার দত্তক পুত্র সাবালক হওয়ার পর পতœীর নিমিত্ত্বে ১০০০ মুদ্রা মাসাহারা নির্দিষ্ট রাজা নরেশ নারায়ণঃ চারি আনির প্রথম রাজা পরেশ নারায়ণের মৃত্যুর পর রাণী মনোমোহিনী পুঠিয়া নিবাসী কৃষ্ণসুন্দর মৈত্রেয়র পুত্র সুরেশ নারায়ণকে দত্তক গ্রহণ করেন। কিন্তু বাংলা ১৩০৪ সালের ১২ই ভাদ্র সুরেশ নারায়ণও মৃত্যু বরণ করেন। তারপর ১৩০৪ সালের ৫ই অগ্রাহয়ণ তারিখে তেজনন্দী নিবাসী জোনালী পতির কুলীন মহেশ চন্দ্র সরস্বতীর পুত্র নরেশ নারায়ণকে রাণী
malrk
এম.এ মালেক
লেখক ও ঐতিহ্য
গবেষক
১। পুঠিয়া রাজবংশঃ বিমল চরণ মৈত্রেয়।
২। রাজশাহীর ইতিহাসঃ কাজী মিসের।
৩। জেলা উপজেলা নদনদীর নামকরণঃ মোহাম্মদ আমীন।

 

No comments: