12 October 2018

দোলমন্দির বা দোলমঞ্চ


পাঁচআনি রাজবাড়ির সম্মুখ মাঠের উত্তর প্রান্তে রাস্তা সংলগ্ন (পুঠিয়া বাজারে) এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ক্রমান্বয়ে উপরের দিকে চারটি স্তরে নির্মিত। প্রতিটি স্তরই খিলান সারি দ্বারা উন্মুক্ত।

সর্ব্বোচ্চ স্তরের ক্ষুদ্র কক্ষটি শীর্ষদণ্ড সংবলিত শিরাল গম্বুজে আচ্ছাদিত এবং এই কক্ষে রাধা-কৃষ্ণের দোল খাওয়ানোর ব্যবস্থা ছিল বলে জানা যায়। মন্দির গাত্রের এক শিলালিপি অনুসারে এটি রাজা ভুবনেন্দ্রনারায়ণ কর্তৃক ১৭৭৮ সনে নির্মিত হয়। বর্তমানে মন্দিরটি সংস্কার করা হয়েছে।

No comments: