পঞ্চরত্ন শিবমন্দির সংলগ্ন সামান্য পূর্ব দিকে এই মন্দিরটি অবস্থিত। কথিত আছে যে, প্রতি বছর রথপর্ব উদ্যাপনের সময় পঞ্চরত্ন বড় গোবিন্দ মন্দির হতে শ্রীরাধা, শ্রীগোবিন্দ, শ্রীগোপাল, শ্রীনিতাই ও শ্রীগৌরকে রথে চড়ে আট দিনের জন্য এখানে এনে রাখা হতো।
মহা ধুমধামের সাথে মন্দিরের পূর্ব পার্শ্বেই চলতো যাত্রা উৎসব। রথপর্ব শেষে পুনরায় এই বিগ্রহগুলোকে রথে চড়ে বড় গোবিন্দ মন্দিরে নিয়ে যাওয়া হতো। রথপর্ব উদ্যাপন হতো বলেই সম্ভবত মন্দিরটি রথ মন্দির নামে পরিচিত। অষ্টকোণা এক কক্ষ ও একরত্ন বিশিষ্ট এই মন্দিরটি চারিধারে আটটি উন্মুক্ত খিলানপথ সংবলিত স্বল্প আয়তনের একটি বারান্দা বেষ্টিত। বারান্দার উপরিভাগ ছই আকৃতির খিলানছাদে আচ্ছাদিত হলেও রত্নের উপরিভাগ শীর্ষদণ্ড সংবলিত শিরাল গম্বুজে আচ্ছাদিত।
No comments:
Post a Comment