12 October 2018

মহারানি হেমন্তকুমারীর বাসভবন

পাঁচ আনি প্রাসাদের অন্দর অংগনের পূর্বদিকে .২৫ একর ভূমির উপর পূর্বমুখী করে নির্মিত রয়েছে একতলা বিশিষ্ট এই সুদৃশ্য ভবনটি। এটি অনেক পরে অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথম অথবা দ্বিতীয় দশকে নির্মিত বলে অনুমিত হয়। ভবনটির দরজা-জানালা ভেনিসীয় খড়খড়ি সংবলিত।
ইমারতটির সম্মুখে গোপাল সরোবরের সাথে নির্মিত রয়েছে এক সুবিশাল রানির ঘাট। বর্তমানে ভবনটি পুঠিয়া ভূমি কমিশনারের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

No comments: