12 October 2018

ছোট আহ্নিক মন্দির



এটি পাঁচ আনি রাজবাড়ির পূর্ব ভিটায় বর্তমান থানা ভূমি অফিসের (মহারানি হেমন্তকুমারীর বাসভবন) উত্তর-পশ্চিম কোণায় অবস্থিত। দোচালা এই মন্দিরটির গৃহমুখ পঞ্চরত্ন বড় গোবিন্দ মন্দিরের ন্যায় হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অবলম্বনে উৎকীর্ণ পোড়ামাটির ফলকে সজ্জিত।
মন্দিরটির সঠিক নির্মাণ তারিখ জানা যায় না। তবে এটি পঞ্চরত্ন বড় গোবিন্দ মন্দিরের সমসাময়িক অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে কিংবা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে নির্মিত বলে অনুমিত হয়।

No comments: