12 October 2018

ছোট গোবিন্দ মন্দির


বড় আহ্নিক মন্দিরের সম্মুখ সংলগ্ন উত্তর-পূর্ব কোণায় এই মন্দিরটি অবস্থিত। একটি উঁচু বর্গাকার মঞ্চের উপর স্থাপিত পিরামিড আদলের চৌচালা ছাদ বিশিষ্ট এই মন্দিরটি ভূমি নকশা অনুযায়ী মূল গর্ভগৃহ এবং তার দক্ষিণ ও পূর্বে দুটি স্বল্প আয়তনের কক্ষসহ মোট তিনটি কক্ষে বিভক্ত।
স্বল্প আয়তনের কক্ষ দুটি মূলত মন্দিরের বারান্দা হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরটির সম্মুখভাগের সম্পূর্ণটাই বিভিন্ন দেব-দেবী, অবতার, কৃষ্ণলীলা এবং তদানীন্তন সামাজিক দৃশ্যাবলী সংবলিত পোড়ামাটির ফলক দ্বারা অপূর্ব অলঙ্করণে আচ্ছাদিত। লিখিত কোন সুনির্দিষ্ট তথ্যের অভাবে চার আনি রাজাদের নির্মিত এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে কিংবা ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে নির্মিত বলে অনুমিত হয়।

No comments: