স্বল্প আয়তনের কক্ষ দুটি মূলত মন্দিরের বারান্দা হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরটির সম্মুখভাগের সম্পূর্ণটাই বিভিন্ন দেব-দেবী, অবতার, কৃষ্ণলীলা এবং তদানীন্তন সামাজিক দৃশ্যাবলী সংবলিত পোড়ামাটির ফলক দ্বারা অপূর্ব অলঙ্করণে আচ্ছাদিত। লিখিত কোন সুনির্দিষ্ট তথ্যের অভাবে চার আনি রাজাদের নির্মিত এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে কিংবা ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে নির্মিত বলে অনুমিত হয়।
12 October 2018
ছোট গোবিন্দ মন্দির
স্বল্প আয়তনের কক্ষ দুটি মূলত মন্দিরের বারান্দা হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরটির সম্মুখভাগের সম্পূর্ণটাই বিভিন্ন দেব-দেবী, অবতার, কৃষ্ণলীলা এবং তদানীন্তন সামাজিক দৃশ্যাবলী সংবলিত পোড়ামাটির ফলক দ্বারা অপূর্ব অলঙ্করণে আচ্ছাদিত। লিখিত কোন সুনির্দিষ্ট তথ্যের অভাবে চার আনি রাজাদের নির্মিত এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে কিংবা ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে নির্মিত বলে অনুমিত হয়।
Subscribe to:
Post Comments (Atom)
-
রাজশাহী জেলার “পুঠিয়া উপজেলা” ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক দিক দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম স্থান হিসেবে পরি...
-
পাঁচ আনি রাজপ্রাসাদ হতে পশ্চিম দিকে শ্যাম সরোবরের দক্ষিণ পাড়ে এটি অবস্থিত। প্রাসাদটি অত্যন্ত ভগ্নদশাগ্রস্ত। এক সময় ৪.৮০ একর জায়গা জ...
-
পুঠিয়ার পশ্চিমে প্রায় তিন কি.মি. দূরে তারাপুর মৌজায় এক বৃহৎ পুষ্করিণীর মধ্যে এই ইমারতটি অবস্থিত। রাজশাহী-নাটোর সড়ক থেকে অতি সহজেই...
No comments:
Post a Comment