স্বল্প আয়তনের কক্ষ দুটি মূলত মন্দিরের বারান্দা হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরটির সম্মুখভাগের সম্পূর্ণটাই বিভিন্ন দেব-দেবী, অবতার, কৃষ্ণলীলা এবং তদানীন্তন সামাজিক দৃশ্যাবলী সংবলিত পোড়ামাটির ফলক দ্বারা অপূর্ব অলঙ্করণে আচ্ছাদিত। লিখিত কোন সুনির্দিষ্ট তথ্যের অভাবে চার আনি রাজাদের নির্মিত এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে কিংবা ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে নির্মিত বলে অনুমিত হয়।
১২ অক্টোবর ২০১৮
ছোট গোবিন্দ মন্দির
স্বল্প আয়তনের কক্ষ দুটি মূলত মন্দিরের বারান্দা হিসেবে ব্যবহৃত হয়। মন্দিরটির সম্মুখভাগের সম্পূর্ণটাই বিভিন্ন দেব-দেবী, অবতার, কৃষ্ণলীলা এবং তদানীন্তন সামাজিক দৃশ্যাবলী সংবলিত পোড়ামাটির ফলক দ্বারা অপূর্ব অলঙ্করণে আচ্ছাদিত। লিখিত কোন সুনির্দিষ্ট তথ্যের অভাবে চার আনি রাজাদের নির্মিত এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে কিংবা ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে নির্মিত বলে অনুমিত হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
রাজশাহী জেলার “পুঠিয়া উপজেলা” ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক দিক দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম স্থান হিসেবে পরি...
-
রাজশাহী-নাটোর মহাসড়ক হতে দক্ষিণে গিয়ে পুঠিয়া রাজবাড়ি এলাকায় প্রবেশপথের পূর্ব পাশের শিব সরোবরের দক্ষিণ তীরে অবস্থিত সুউচ্চ এই মন্...
-
পাঁচ আনি রাজপ্রাসাদ হতে পশ্চিম দিকে শ্যাম সরোবরের দক্ষিণ পাড়ে এটি অবস্থিত। প্রাসাদটি অত্যন্ত ভগ্নদশাগ্রস্ত। এক সময় ৪.৮০ একর জায়গা জ...
-
পাঁচআনি রাজবাড়ির সম্মুখ মাঠের উত্তর প্রান্তে রাস্তা সংলগ্ন (পুঠিয়া বাজারে) এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ক্রমান্বয়ে উপরের দিকে চা...
-
পাঁচ আনি রাজপ্রাসাদ রাজশাহী-নাটোর মহাসড়ক হতে দক্ষিণে এক কি.মি. গিয়ে পুঠিয়া বাজার ও দোলমন্দির পেরিয়ে বিশাল মাঠ, মাঠের দক্ষিণ প্...
-
পাঁচ আনি প্রাসাদের অন্দর অংগনের পূর্বদিকে .২৫ একর ভূমির উপর পূর্বমুখী করে নির্মিত রয়েছে একতলা বিশিষ্ট এই সুদৃশ্য ভবনটি। এটি অনেক পরে...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন